Lamborghini Huracán LP 610-4 t
shamim
HomeBlogAbout meMail-SiteContactColor

BD-Date :
19/05/25
BD-Time :
21:58
Music ETC . Tone . Music . FM Radio . Record
.

যেকোনো মিউজিক স্ট্রিমিং সাইট থেকে আপনার পছন্দের গান রেকর্ড করে রাখুন


আপনি যখন ইন্টারনেট রেডিওতে কিংবা বিভিন্ন মিউজিক স্ট্রিমিং সাইটগুলোতে গান শোনেন তখন ইচ্ছে করলেও অনেক গান আপনি সেভ করে নিতে পারেন না। পারেন না রেকর্ড করেও রাখতে। কারণ সাইটগুলো সে অপশন কোনো না কোনোভাবে বন্ধ করে রাখে। এই টিউটোরিয়ালে দেখানো হবে কীভাবে থেকে আপনি পছন্দের গান পিসিতে রেকর্ড করে রাখবেন। এজন্যে আমরা ব্যবহার করবো AD Sound Recorder নামে একটি সফটওয়্যার।

1music-stream

প্রথমেই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এই
লিঙ্ক থেকে । এবার ইন্সটল করে ফেলুন। এই সফটওয়্যারের সাহায্যে আপনি আপনার গান MP3, WMA or WAV ফরম্যাটে সেভ করে রাখতে পারবেন। গানের গায়ক/গায়িকার নামসহ বিভিন্ন তথ্যও রাখতে পারবেন। আসুন আমরা টিউটোরিয়াল শুরু করি।


প্রথম ধাপঃ
ডেস্কটপের শর্টকার্টে ডাবল ক্লিক সফটওয়্যারটি চালু করুন, ছবিতে দেখানো F বাটনটি ক্লিক করুন। এটি পাবেন আপনি উপরে বাম কোণায়।

দ্বিতীয় ধাপঃ

রেকর্ডকৃত গানটি আপনি যে ড্রাইভে সেভ করে রাখতে চান সেটি নির্ধারণ করুন।

2 recorded-file-location-asd564we654rw6e54r65e

তৃতীয় ধাপঃ

আবারও উপরে বাম কোণা থেকে S বাটন ক্লিক করুন, এটি ঠিক F বাটনের ডানপাশেই রয়েছে।

3 s-65we4r65we4r9we87r98

চতুর্থ ধাপঃ

ডিফল্টভাবে এটিতে MP3 ফরম্যাট সিলেক্ট করা থাকে। আপনি চাইলে অন্য ফরম্যাটেও সিলেক্ট করতে পারেন। গানের Bitrate ও পরিবর্তন করতে পারবেন আপনি। ছবিতে দেখুন 128 থেকে 160 করা হয়েছে।

4 quality-asew65r4we654r6we

পঞ্চম ধাপঃ

এবার আপনার সামনে সফটওয়্যারের উইন্ডো থাকবে। সেখান থেকে নীচের ছবিতে দেখানো বাটনে ক্লিক করুন।

5 hd-as654dew654r6w5e4r

এবার সবকিছু Set Default রেখে সফটওয়্যারটি Restart করুন। আপনার সফটওয়্যার এবার গান রেকর্ডের জন্য প্রস্তুত।


ষষ্ঠ ধাপঃ

এবার আপনি যে সাইট থেকে গান রেকর্ড করতে চান, সেই সাইতে গিয়ে গান চালু করে সফটওয়্যারের Record বাটন ক্লিক করুন।

6 record-5e6r7w98e7r9w8e

গান রেকর্ড শেষ হয়ে গেলে Stop বাটন চাপুন।

7 stop-e564w65e4r6w5e4r65ew56

সপ্তম ধাপঃ

এবার আপনি প্রথমদিকে যে ফোল্ডার সিলেক্ট করে রেখেছিলেন গান সেভ করার জন্য, সেখানে চলে যান। দেখবেন, আপনার গানটি MP3 ফরম্যাটে সেভ হয়ে গেছে। গানটি হয়তো recordxxx.mp3 এরকম কোনো নামে সেভ হয়ে আছে। আপনি নাম পরিবর্তন করতে চাইলেন নীচের ছবি অনুযায়ী সফটওয়্যারের Show/Hide file list বাটন চাপুন।

8 showhide-se56r4ewr7w98e7r98

এবার যে ফাইলটির নাম পরিবর্তন করতে চান সেটির ওপর মাউস নিয়ে right ক্লিক করুন, সেখানে Rename File সিলেক্ট করুন।

9 rename-er46w5e4r65we4r56

আপনার পছন্দের নামটি লিখে Ok করুন!


বিঃদ্রঃ
সফটওয়্যারের ফ্রি ভার্সনে আপনি এই সুবিধা পুরোপুরি পাবেন না। ফ্রি ভার্সনে এটি ৬০ সেকেন্ডের বেশী রেকর্ড করতে দেবে না, পুরো সুবিধা নিতে চাইলে আপনাকে প্রা ২৫ ডলার গুণতে হবে। অবশ্য নেটে খুঁজলে আপনি সফটির ক্র্যাক ভার্সনও পেয়ে যাবেন।

ছবি কৃতজ্ঞতা

TheTechJournal.com
 Follow @shamim_msm







Your Browsing Software Details
Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)Mozilla
Visitor
Online : 1
Total :
1310
IP Address :
3.14.252.84
Phone :
Mozilla/5.0
Online Visitor Chat
Please log in or sign up to chat

Last Modified Date & Time :
2015-04-04 16:16

CopyRight © 2011 — Present
Shamim