জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে বা হারিয়ে গেলে কি করবেন ?
বেশীরভাগ সরকারী বে-সরকারী কাজে জাতীয় পরিচয়পত্র থাকা প্রায় বাধ্যতামূলক। অনেকেরই জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে আবার কারও জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে কিন্তু কিভাবে কি করতে হবে বা কোথায় যেতে হবে জানা নেই। ওয়েবেও সহজে এই তথ্য পাওয়া যায় না। তাই আমি জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা কিভাবে তথ্য সংশোধন/সংযোজন করা যায় তা বিস্তারিত বর্ণনা করব। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয়েছে। কিভাবে নিজের নাম পরিবর্তন, নিজের/পিতার/ মাতার নাম সংশোধন করবেন-বিবাহ বিচ্ছেদের কারনে স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন-পিতা/মাতার নাম পরিবর্তন-জন্ম তারিখ পরিবর্তন/সংশোধন রক্তের গ্রুপ সংশোধন অন্যান্য সংশোধন জাতীয় পরিচয়পত্র হারানো গেলে-আবেদন পত্র: তথ্য সংযোজন/সংশোধন জাতীয় পরিচয়পত্র হারানো গেলে যেকোন জেলার বাসিন্দা হলেও ঢাকায় নিম্নলিখিত ঠিকানায় যেতে হবে ঠিকানা: ন্যাশনাল আইডি উইং ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ভবন আগারগাও ঢাকা।