অনেক আগেই এই টিপস টা শেয়ার করা হয়েচে তবুও যারা এখনও GP তে এমবি এর মেয়াদ বারাতে পারেন না তাদের জন্য এই পোস্ট। মনে করেন আপনার সিমে এখন 100 এমবি আছে আর মেয়াদ মাত্র ১দিন বা ২দিন আছে। এর মেয়াদ সহজেই পুরা একমাস করতে পারবেন। এজন্য প্রথমে Dial = *500*0# / *500*1# করার পর। আবার যেকোন এমবি পেক কিনুন। যদি চান ১টাকায় ৩ এমবি পেক টা কিন্তে চাম Dial=*500*11*1# তখন আপনার এমবি অবস্তা দারাবে। 100 3=103 এমবি আর মেয়াদ ৩০ দিন বেরে যাবে। খুব বিস্তারিতভাবে লিখলাম আশাকরি বুঝতে পারছেন।