Teya Salat
shamim
HomeBlogAbout meMail-SiteContactColor

BD-Date :
15/03/25
BD-Time :
05:37 United States


ঝটপট ব্যাল্যান্স সার্ভিস

উদ্যোক্তা, ইজিলোড, কর্পোরেট এবং এসএমই ব্যতীত সকল রবি প্রিপেইড গ্রাহক এখন ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যাল্যান্স উপভোগ করতে পারবেন। এই সেবার মাধ্যমে আপনি ব্যাল্যান্স শেষ হবার পরও জরুরি কল অথবা এসএমএস করতে পারবেন।


উপযুক্ত প্যাকেজ

উদ্যোক্তা, ইজিলোড, কর্পোরেট এবং এসএমই ব্যতীত সকল রবি প্রিপেইড প্যাকেজ।


অফারের বিবরণী


- সকল রবি প্রিপেইড গ্রাহক (উদ্যোক্তা, ইজিলোড, কর্পোরেট এবং এসএমই ব্যতীত) ঝটপট ব্যাল্যান্সের জন্য উপযুক্ত বিবেচনা করা হবে।
- এই সেবার মাধ্যমে সকল উপযুক্ত রবি প্রিপেইড সাবস্ক্রাইবার সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যাল্যান্স উপভোগ করতে পারবেন।
- গ্রাহকের ব্যাল্যান্স ব্যবহারের পরিমান এবং রিচার্জ প্যাটার্নের উপর
ভিত্তি করে ঝটপট ব্যাল্যান্সের ক্রেডিট লিমিট প্রতি মাসে পরিবর্তন করা হবে।
- ঝটপট ব্যাল্যান্স সেবায় রেজিস্ট্রেশন করতে গ্রাহককে
ডায়াল করতে হবে *৮৮১১*১# (ফ্রি) অথবা “START” লিখে এসএমএস করতে হবে ৮৮১১ নম্বারে।
- ঝটপট সেবা থেকে রেজিস্ট্রেশন বাতিল করতে গ্রাহককে ডায়াল করতে হবে
*৮৮১১*২# (ফ্রি) অথবা “STOP” লিখে এসএমএস করতে হবে ৮৮১১ নম্বারে।
- এই ঝটপট ব্যাল্যান্স গ্রাহক যেকোনো লোকাল ভয়েস কল/
এসএমএস করার ক্ষেত্রে এবং যেকোনো লোকাল ভয়েস/এসএমএস বান্ডেল কিনতে ব্যবহার করতে
পারবেন।
- গ্রাহকের পরবর্তী রিচার্জের সময়, রিচার্জের অ্যামাউন্ট
থেকে ঝটপট ব্যাল্যান্স অ্যামাউন্ট (ক্রেডিট লিমিটের ৭০% অথবা সম্পূর্ণ লিমিট, এই দুইটির যেটা কম থাকবে) কেটে নেয়া হবে।
- গ্রাহক তার ঝটপট ব্যাল্যান্সের সম্পূর্ণ অ্যামাউন্ট উপভোগ করতে পারবেন। একবার ঝটপট ব্যাল্যান্সের ক্রেডিট অ্যামাউন্ট পুরাপুরি ব্যবহার করা হয়ে গেলে, লোন পরিশোধ করার (সম্পূর্ণ অথবা আংশিক) পূর্বে গ্রাহককে নতুন করে আর কোন ঝটপট ক্রেডিট ব্যাল্যান্স দেয়া হবে না।
- ঝটপট ব্যাল্যান্স উপভোগের সময় গ্রাহকদের নিজ নিজ প্যাকেজের কল চার্জ ও পালস্ অপরিবর্তিত থাকবে।
- গ্রাহককে ঝটপট ব্যাল্যান্সের পরিমান জানতে ডায়াল করতে হবে *২২২*১৬# (ফ্রি)
- ঝটপট ব্যাল্যান্স উপভোগের জন্য গ্রাহকের মূল অ্যাকাউন্ট ব্যাল্যান্সের মেয়াদ থাকতে হবে।
- ঝটপট ব্যাল্যান্সে কোন আইডিডি/রোমিং ব্যবহার প্রযোজ্য নয়।

বিস্তারিত জানতে :
Robi
 Follow @shamim_msm

শেয়ার

কমেন্ট পোষ্ট :
শেয়ার
♡একটা রেট/Rate↑(লাইক) দিন♡ ❤রেট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ❤
Back to posts






Your Browsing Software Details
Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)Mozilla
Visitor
Online : 1
Total :
1346
IP Address :
18.119.28.119
Phone :
Mozilla/5.0
Online Visitor Chat
Please log in or sign up to chat

Last Modified Date & Time :
2015-03-18 09:56

CopyRight © 2011 — Present
Shamim