বিপদ কখন
কোথায় হাজির
হবে আগে থেকে বলা মুশকিল।
তবে আমাদের সবার আইন
শৃঙ্খলা বিষয়ক বিপদে সবার
আগে যাদের খবর দিতে হয়
তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ।
কিন্তু আমরা কয়জনে সচেতন নাগরিক
হিসেবে নিজ নিজ থানার ওসি’দের
ফোন নাম্বার সাথে রাখি?
হ্যা নিজের কিংবা এলাকার
কারো বিপদে তাৎক্ষনিক একটি ফোন
কল পারে সবাইকে বিপদ
থেকে উদ্ধার হয়ার
কিংবা প্রশাসনিক সাহায্য চাওয়ার
হাতিয়ার হিসেবে কাজ করতে। আজ আমাদের পোস্টে বাংলাদেশের
সকল থানার ওসির মোবাইল নাম্বার
দেয়া হলো, আপনার থানার
ওসি সাহেবের মোবাইল নাম্বার
সংগ্রহে রেখে দিন বলা তো যায় কখন
কোন প্রয়োজনে থানার মোবাইল
নাম্বার কাজে লেগে যেতে পারে।
এছাড়াও ধরুন আপনি কোনো কাজে নিজ
এলাকার বাইরে কিংবা নিজ থানার
বাইরে অন্য থানায় গেলেন
সেখানে কোনও বিপদে পড়লেন
কিংবা কোনও
নাগরিককে বিপদে পড়ে থাকতে দেখতে পারেন।
এমন সময় জরুরী এই ফোন নাম্বার
তালিকা থেকে সংশ্লিষ্ট থানার
ওসি’র নাম্বারে ফোন দিয়ে সাহায্য
চাইতে পারেন।
বাংলাদেশের সকল থানার ওসি’দের
সরকারী মোবাইল নম্বর: