♣♣♣ জাবা সেট থেকে কল করার সময় আপনার মোবাইল নাম্বার হাইড করুন। ♣♣♣
এই ট্রিকটি অনেক মোবাইলে কাজ করেছে। সব মোবাইলে কাজ না ও করতে পারে। চলুন
কথা না বাড়িয়ে ট্রিকটি জেনে নিই। প্রথমে আপনার মোবাইল থেকে * #31# বা *#30# ডায়াল করুন। দেখবেন কিছুক্ষন পর আপনার ... মোবাইলে একটি মেসেজ আসছে। তখন আপনার মোবাইল থেকে যেকোন নাম্বার এ ফোন দিন। দেখা যাবে যে ওই মোবাইলে একটা কল এসেছে কিন্তু নাম্বার শো করছে না। ভাই অনেক কষ্ট করে পোস্টগুলো টাইপ করি। আপনারা যদি কমেন্ট না দেন তাহলে পুরাটা কষ্টই ব্থা। তাই দয়া করে পোস্ট পড়ে কমেন্ট না দিয়ে চলে যাবেন না।