Polly po-cket
shamim
HomeBlogAbout meMail-SiteContactColor

BD-Date :
15/03/25
BD-Time :
03:00 United States



ফেসবুক আইডি কখনো হ্যাক হবেনা ১০০% গ্যারান্টি




ফেসবুকের ৯০% ইউজাররা এটা জানেনা । আপনার পাসওয়ার্ড জানলেও কেউ লগ ইন করতে পারবেনা । আপনি শুধু নিচের ধাপগুলা অনুসরণ
করুন.....

১. ফেসবুকে লগ ইন করুন।

২. settings & privacy তে যান।

৩. security এ যান।

৪.
login approvals On এর ডানপাশে Enable এ ক্লিক করুন।

৫. খালি বক্সে আপনার Password দিন

৬. ৩ টি চিনহ দিয়ে আপনাকে কিছু তত্থ জানানো হবে,
আপনি নিচের দিকে Start setup এ ক্লিক করুন. এরপর আপনার ফোন নাম্বার দিন।

৭. আপনার ফোনে একটা ছয়
ডিজিটের কোড যাবে ।

৮.বক্সে কোডটি সাবমিট (confarm) করুন । এরপর Close এ ক্লিক করুন আর আপনার
কাজ শেষ. এখন থেকে অন্যকোন মোবাইল বা পিসি দিয়ে আপনার ফেসবুকে লগ ইন
করলে আপনার ফোনে কোড আসবে । তাই আপনার পাসওয়ার্ড জানলেও কেউ আপনার আইডি লগ ইন করতে পারবে না ।



ফেসবুক আইডি হ্যাকিং থেকে যেভাবে বাচবেন



অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার হয়ে প্রিয় আইডি হারাচ্ছেন, মিছেমিছি হ্যাকারকে দোষ দিচ্ছেন! আরে ভাই আইডি হ্যাক করা এত সহজ না, আপনি যখন হ্যাকারের পাতা ফাঁদে পা দেন তখনই আইডি হ্যাক হয়। আবার অনেকের, বিশেষ করে মেয়েদের টাইম লাইনে পর্ণো ছবি পোস্ট করে নানা কুবন্ধু, আর মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়ে। এটাও নিজের দোষ, সেটিং পরিবর্তন না করার ফল। যদিও অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য নিচে কিছু সেটিং এর নিয়ম দিলাম:


1. ফেসবুক setting এ যান এরপ র timeline and tag এ যান, এরপর who can post on your timelin? এখানে ক্লিক করে
only me করে রাখুন, এতে করে কেউ আপনার টাইম লাইনে কিছু পোস্ট করতে পারবে না।



2.অনেকেই ট্যাগ এর শিকার হোন, অন্যের ছবি নিজের ওয়ালে দেখায়। এ জন্য একই সেটিং এ গিয়ে দেখুন
Review posts friends tag you in before they appear on your timeline? নামে দুটো অপশন আছে, সেটা on করুন, এতে করে কেউ ট্যাগ করার আগে আপনার অনুমতি লাগবে।



3. কেউ বাজে কমেন্ট করলে ব্লক করতে করতে লিস্ট ফুল করার দরকার নেই, follower setting এ গিয়ে
Who Can Follow Me এ friend নির্বাচন করুন, এখন বাজে কমেন্টকারিকে শুধু unfriend করলেই যথেষ্ট।



4. হ্যাকাররা আপনাকে কোন লিংক মেসেজে পাঠাবে, আর নানা ধরনের কথা বলবে ও প্রলোভন দেবে, আপনি সেই লিংকে প্রবেশ করলে একটি ফেসবুক পেজ আসবে, সেখানে পুনরায় আপনার ইমেইল আর পাসওয়ার্ড চাইবে, আপনি বোকামি করে দিলেই ধরা খাবেন। তাই এসব লিংকে কখনও প্রবেশ করবেন না, আবার কখনও অটোলাইকার সফটওয়ার ব্যবহার করলেও আইডি হ্যাক হওয়ার সম্ভবনা থাকে।




5. নতুন ফেসবুক আইডি যারা খুলবেন তারা
ফ্রেন্ড রিকুয়েস্ট কম পাঠাবেন, 7 দিনের মধ্যে একসেপ্ট না করলে ক্যানসেল করে দিন, নয়ত ফটো ভেরিফাই এর ঝামেলায় পড়বেন।



6. আপনাকে আমার ইমেইল ও পাসওয়ার্ড দেবো, তবুও আপনি আমার আইডিতে ঢুকতে পারবেন না!! এ জন্য setting এ গিয়ে security তে যান, এরপর
login approvals on এর ডানপাশে Enable এ ক্লিক করুন। খালি বক্সে আপনার Password দিয়ে continue তে ক্লিক করুন, এরপর ৩ টি চিনহ দিয়ে আপনাকে কিছু তথ্য জানানো হবে, আপনি নিচের দিকে Start Setup এ ক্লিক করুন। এরপর খালি বক্সে আপনার ফোন নাম্বার দিন। যেমনঃ 179******** (0 দেয়া লাগবে না) আর ফোন নম্বর দেয়া থাকলে Continue তে ক্লিক করুন। আপনার ফোনে একটা ছয় ডিজিটের কোড Code যাবে। বক্সে কোডটি সাবমিট করে (confarm) করুন । এরপর Close এ ক্লিক করুন আর আপনার কাজ শেষ । *** এখন থেকে অন্যকোন মোবাইল বা পিসি ফেসবুকে দিয়ে আপনার ফেসবুকে বা ফেজবুক আইডি লগ ইন করার চেষ্টা করলে আপনার ফোনে কোড আসবে। তাই আপনার পাসওয়ার্ড Passwoard জানলেও কেউ ঢুকতে পারবেনা।

বিঃদ্রঃ কোড ছাড়া লগ ইন করতে পারবেন না তাই যেই নাম্বের এড Add করবেন ওটা অন On রাখবেন

 Follow @shamim_msm

sexy

sexy
love
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE






Your Browsing Software Details
Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)Mozilla
Visitor
Online : 1
Total :
1292
IP Address :
18.119.253.152
Phone :
Mozilla/5.0
Online Visitor Chat
Please log in or sign up to chat

Last Modified Date & Time :
2016-08-07 07:53

CopyRight © 2011 — Present
Shamim