→→Unfollow অপশনটা দেওয়াতে অনেকে খুশি হয়েছেন কারন যারা অনিচ্ছাকৃতভাবে অনেকের ফলোয়ার হয়ে রয়েছেন তারা এখন খুব সহজে সবাই আনফলো করে দিতে পারছেন।কিন্তু একটা জিনিস কি চিন্তা করছেন Unfollow এর মিনিং অনেকে জানেনা বুঝেনা। হয়তো মিনিং জানে কিন্তু ফেবুতে এটার কাজ কি অনেকের বুঝতে কষ্ট হয়।
→→এর ফলে অনেক ফেবু ইউজার যখন ফ্রেন্ড লিস্টের কোন ব্যাক্তির ওয়ালে ঘুরতে যাবে তখন যদি সে দেখে ঐ
ব্যাক্তিকে সে ফলো করে রাখছে সাথে সাথে সে আনফলো করে দিবে। আর ঐ দিন এর পর থেকে লিস্টের যাকে আনফলো করলো তার কোন পোষ্ট বা ফটো আর সে পাবেনা। এবার চিন্তা করে দেখুন লসটা আমাদের সবার।
→→যারা পিসিতে ফেবু চালান তারা হয়তো জানেন যে Unfollow অপশনটা নতুন নয় ? এটা আগেও ছিলো তবে শুধু পিসিতে দেখা যাইতো। তয় তখন কিন্তু কোন আবুল
আনফলো করতোনা কারন পিসিতে যারা ফেবু চালায় তারা মোটা অনেক কিছুর ধারনা রাখে সো তারা Unfollow অপশনটা কেন সেটা জানে। বিঃ দ্রঃ- ফ্রেন্ড লিস্টের কাউকে কেউ আনফলো করবেননা। এইটা শুধু যারা লিস্টে নাই তাদের ক্ষেত্রে ব্যাবহার করবেন।