XtGem Forum catalog
shamim
HomeBlogAbout meMail-SiteContactColor

BD-Date :
15/03/25
BD-Time :
03:41


1st tips

♦♦♦ Facebook frnd's ফেসবুক ফটো ভেরিফিকেশন চিন্তা এবার সারা জীবনের জন্য বিদায় করুন ♦♦♦


ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন।
আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেইফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে। এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে। যাইহোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে। তাহলে নিয়ে নিন সল্যুশন। পদ্ধতি- প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান। তারপর Security অপ শনে প্রবেশ করুন। সেখান থেকে
Trusted Contacts এ যান। তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন। সেখানে আপনী আপনার তিন/ পাচঁজন জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন । (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে) তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছে ন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verificat ion করতে হবে। তারপর Confirm এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত। ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।


2nd tips


♦♦♦ Verify করা লাগবে না ♦♦♦


Facebook -Id বাঁচিয়ে রাখার চরম Tips দিলাম গ্যারান্টি দিতে পারি Verify করা লাগবে না -

১) প্রথমে
Profile এ যান।

২) তার পর Photos এ যান তার পর Album আসবে একটু নিছে দেখেন Photos Of You আছে।

৩) সেখানে আপনাকে Tag করা Photo আছে একটা একটা কররে সব Remove করে দিন। আপনার Friend দের এই Album এ Photo না থাকলে আপনার ID Block হবে না। তাই সবাইনিজ দায়িত্বে এই Photo গুলো Remove করেন তাহলে কারো ID Block হবেনা। আপনার জন্য যেনকারো ক্ষতি না হয় সেজন্য তাড়াতাড়ি Remove করেন।


3rd tips


♣♣ ব্লক হওয়া থেকে বাঁচান আপনার ফেইসবুক অ্যাকাউন্ট ♣♣


ব্লক হওয়া থেকে বাঁচান আপনার ফেইসবুক অ্যাকাউন্ট
টি কে বতর্মানে Facebook অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে। এতে lock খুলতে • photo • verification করত ে হয়। যা ৯৯ % ক্ষেত্রেহয়না। যদি আপনার এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান তাহলে। নিচে ধাপ অনুসারন করুন -

1. Settings & privacy এ যান

2.
Security এ যান

3. Secure Browsing টা disable a clickকরেন।

4. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ
মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর ঠিক করেন।
এবার password দিয়ে সেভ
করেন। ব্যাস আপনার
কাজ শেষ। তবে আরেকটি উপায়ও কাজটি করা যায় –

১.Settings & privacy এ যান

২. Security এ যান

৩.
Trusted Connects এ যান

৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন (যারা Trusted friend)

৫. এবার password দিয়ে সেভ করেন। আপনার account a কোন সমস্যা হলে ঐ
বন্ধুদের সাহায্য নিয়ে আবার
account ফিরে পাবেন।


4th tips


ফেজবুকের ব্যবহার্কারীদের বড় সমস্যা হল কিছু দিন পর পর id temporary lock হয়ে যায় যেটা ঠিক করতে photo verification করতে হয়। আজ তার সমাধান দিব

১) এখনি আপনি আপনার কম্পিউটার থেকে নিছের লিন্ক থেকে আপনার ফেজবুক Id এর একটা কপি ডাউন্লোড করুন
লিংক
২) এবার আপনার Id তে photo verification চাইলে pc দিয়ে ফাইল্টা open করবেন

৩) ফাইল থেকে photos of you এ যাবেন এবং দেখবেন ২০+ করে ছবি

৪) আপনি ফেজবুকে Facebook Id করুন, এখন দেখবেন ফাইলের একটি ছবির সাথে মিলে গেছে।

৫) ফাইল থেকে ছবিটা open করলে যে tag দিছে তার নাম দেখতে পারবেন।

৬) এভাবে করলে আপনি আপনার Id ফেরত পাবেন।

 Follow @shamim_msm

sexy

sexy
love
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE






Your Browsing Software Details
Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)Mozilla
Visitor
Online : 1
Total :
3614
IP Address :
3.16.13.249
Phone :
Mozilla/5.0
Online Visitor Chat
Please log in or sign up to chat

Last Modified Date & Time :
2015-07-31 17:12

CopyRight © 2011 — Present
Shamim