১. পূর্ব দিক
২. পশ্চিম দিক
৩. উত্তর দিক
৪. দক্ষিণ দিক
৫. ঈশান দিক
৬. বায়ু দিক
৭. অগ্নি দিক
৮. নৈঋত দিক
৯. ঊর্ধ্ব দিক
১০. অধঃ দিক
ইংরেজি মাসের গণনাঃ
৩০দিনে হয় মাস সেপ্টেম্বর এরুপ এপ্রিল, জুন আর নভেম্বর| ২৮ দিনের সবে ফেব্রুয়ারী ধরে, ১দিনে বাড়ে তার চতুর্থ বৎসরে| লিপিয়ার বলে তারে রেখ সবে মনে অবশিষ্ট মাস হয় ৩১দিনে|
বাংলা বার মাসের নামঃ
(৫টি মাস ৩১দিনে)
১. বৈশাখ মাস
২. জ্যৈষ্ঠ মাস
৩. আষাঢ় মাস
৪. শ্রাবণ মাস
৫. ভাদ্র মাস
(৭টি মাস ৩০দিনে)
৬. আশ্বিন মাস
৭. কার্তিক মাস
৮. অগ্রহায়ণ মাস
৯. পৌষ মাস
১০. মাঘ মাস
১১. ফাল্গুন মাস
১২. চৈত্র মাস